মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

খেয়ালী



কতকাল পার হল,কত চন্দ্র ক্ষয়ে ক্ষয়ে হল নিঃশেষ,
কত অভিমান ভাঙ্গালো জোনাকির আলো নিরব রাতের
কত কাশফুল হেসে হল কুটিকুটি এই খরার দেশে।
তবু তোমার দেখা পেলাম না কোন সমাপ্তির শেষে
যেমন করে মেঘের সাথে মেঘের দেখা হয়,
আলোর সাথে এ পৃথিবীর, তেমন করেই চেয়েছি তোমায়
কোন রূপক রাজ্যে লুকিয়ে রেখেছো নিজেকে?
পৃথিবীর বয়স বাড়ছে সাথে তানপুরাটার,
একবার সুর থেমে গেলে হবে না দেখা আর।